
শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি ::
যশোরের অভয়নগরে হরতাল বিরোধী মিছিল, শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। ২৯ অক্টোবর রবিবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি প্রায় চার বছর পরে পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নিজেদের মহাসমাবেশে হামলার অভিযোগ করে সকাল-সন্ধ্যা হরতালের ডাক ও তাতে জামায়েত ইসলামীর সমর্থন থাকলে ও যশোরের অভয়নগরে তাদের কোন কর্মসূচি চোখে পড়েনি।
আওয়ামী লীগ ও তার অংগসংগঠন সমুহকে নওয়াপাড়ার বিভিন্ন স্থানে হরতাল বিরোধী মিছিল করতে দেখা গেছে। মহাসড়কে দূরপাল্লার বাস চলতে দেখা না গেলে ও অন্যান্য যানবাহনের চলাচল ছিল প্রায় স্বাভাবিক।
নওয়াপাড়া নৌ বন্দরের পন্য উঠানো নামানোর কার্যক্রম ছিলো স্বাভাবিক।

শিল্প- কলকারখানা, স্কুল, কলেজ ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চলেছে স্বাভাবিক ভাবেই।
হরতালকে কেন্দ্র করে সারাদিন তেমন কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।