ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

সকাল থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে গায়ক ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবর। তবে তৎক্ষণাৎ বিয়ের বিষয়টি খোলাসা না করে তাহসান গণমাধ্যমকে বলেছিলেন, শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় চমক আসছে।

এতেই তার অনুরাগীরা সব বুঝে নিয়েছেন। সবাই বলছেন- তাহসান রোজার সঙ্গে তিনি নতুন জীবন শুরু করতে যাচ্ছেন- তা নিশ্চিত করেছেন। আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় তাহসান ও রোজার বেশ কিছু ছড়িয়ে পড়ে। এ ছবি দেখে তার ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা ও ভালোবাসা জানান।

বিভিন্ন সূত্রে জানা যায়, রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করে আসছেন। তিনি নিউইয়র্কে পড়াশোনা করেছেন। এরপর তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন। রোজা একজন উদ্যোক্তা বলেও তাহসান জানিয়েছেন।

এদিকে প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তারা কন্যাসন্তানের মা–বাবা হন। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here