ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::
সকাল থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে গায়ক ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবর। তবে তৎক্ষণাৎ বিয়ের বিষয়টি খোলাসা না করে তাহসান গণমাধ্যমকে বলেছিলেন, শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় চমক আসছে।
এতেই তার অনুরাগীরা সব বুঝে নিয়েছেন। সবাই বলছেন- তাহসান রোজার সঙ্গে তিনি নতুন জীবন শুরু করতে যাচ্ছেন- তা নিশ্চিত করেছেন। আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় তাহসান ও রোজার বেশ কিছু ছড়িয়ে পড়ে। এ ছবি দেখে তার ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা ও ভালোবাসা জানান।
এদিকে প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তারা কন্যাসন্তানের মা–বাবা হন। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান।