হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে ছুরিকাঘাতে নিহত এক সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সেনা সদস্যের নাম দুলাল মিয়া (৩০)। তিনি ঢাকা সেনানিবাসে ২০ বীর (বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট) ইউনিটের এক সৈনিক। সকাল সাড়ে ১০টায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানান, শায়েসত্মা থানার কাছেই ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সকালে হাত-পা বাঁধা লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। জানা গেছে, সৈনিক দুলাল মিয়া বৃহস্পতিবার ছুটি কাটাতে গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে আসেন। তার বাবার নাম আব্দুল মন্নাফ উল্লাহ। শায়েস্তাগঞ্জ থানার ওসি আজিজুর রহমান সরকার জানান, লাশ সুরতহাল প্রতিবেদনের পর মর্গে পাঠানো হবে। হত্যার কারণ বা কারা হত্যা করেছে ,তা এখনও জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এম এ আর শায়েল/হবিগঞ্জ