হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগরে মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত ও আরেক যাত্রী আহত হয়েছেন।
নিহত মরম আলী (৩৫) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাকোয়া গ্রামের গৌছ আলীর ছেলে। আহত তাহির মিয়া (২৫) একই গ্রামের বশির মিয়ার ছেলে। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, দুপুর ১২টায় নবীগঞ্জ থেকে হবিগঞ্জগামী অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায় এবং এর ওই দুই যাত্রী আহত হন।
গুরম্নতর অবস্থায় তাদের উদ্ধার করে ওই হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মরম আলীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে। তিনি আরওজানান,দুর্ঘটনার পর পর ট্রাকসহ এর চালক এবং অটোরিকশা রেখে অটোরিকশার চালক পালিয়ে যায়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এম এ আর শায়েল/হবিগঞ্জ