ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে মঙ্গলবার ভোরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার আব্দুল্লাহ (৪০) নিহত হয়েছেন। এসময় দুইটি বিদেশী রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত ডাকাত সর্দার আব্দুলস্নাহ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার কদমতলী গ্রামের আব্দুল করিমের পুত্র ।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার কাউসার মাহমুদ জানান, মঙ্গলবার ভোররাত পৌনে তিনটার সময় র্যাব-৯এর একটি দল মহাসড়কে টহল দিচ্ছিল। অলিপুরে পাহাড়ের কাছে গেলে নম্বরবিহীন একটি মাইক্রোবাস দাঁড়ানো অবস্থায় দেখতে পায়। এর মধ্যে ১০/১২ জন লোক বসা ছিল। র্যাব তাদের পরিচয় জানতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাদের ধাওয়া করলে গুলি ছোঁড়ে তারা । র্যাব পাল্টা গুলি ছুঁড়লে ডাকাত সর্দার আব্দুল্লাহ ঘটনাস্থলেই নিহত হন। অন্যরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। নিহত ডাকাতের কাছ থেকে র্যাব দুইটি বিদেশী রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।
কাউসার মাহমুদ আরো জানান র্যাব ১৩ রাউন্ড গুলি ছুঁড়েছে। উভয়পক্ষে প্রায় ২০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। খবর পেয়ে ভোরে পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে। সদর হাসপাতালে ডাকাত আব্দুলস্নাহ লাশের পাশে থাকা শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোতালেব জানান, নিহত ডাকাত আব্দুলস্নাহর বিরুদ্ধে খুন, ডাকাতিসহ শায়েস্তাগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। একজন কুখ্যাত ডাকাত হিসেবে এলাকায় তার ব্যাপক পরিচিত রয়েছে।
ইউনাইটেডনিউজ ২৪ ডট কম/এম এ আর শায়েল/হবিগঞ্জ