হবিগঞ্জ সদর উপজেলার উচাইল পুটিয়ার চক গ্রামে বৃহস্পতিবার সকালে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, জমি সংক্রানত্ম আগের বিরোধের জের ধরে সকাল ১১টার দিকে পুটিয়ারচর গ্রামের আহাদ মিয়ার সঙ্গে পাশের বাড়ির আয়াত আলীর লোকদের সংঘর্ষে লিপ্ত হলে এ ঘটনা ঘটে। এতে আহত হয় উভয় পক্ষের আয়েস আলী (৫০), তার স্ত্রী মালেকা খাতুন (৩৫), জরিনা খাতুন (৫০), আব্দুল খালেক (৭৫), কাছম আলী (২৩), হাছন আলী (৩৫), আহাদ মিয়া (৩৫), ফারুক মিয়া (৩০), রুকু মিয়া (২৫), সুফিয়া খাতুন (৩০),পরতিঙ্গা বিবি (৫০)। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ম এ আর শায়েল/হবিগঞ্জ