বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় রোববার হবিগঞ্জ শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিলীপ কুমার বণিক এ ১৪৪ ধারা জারি করেন। এবিষয়ে হবিগঞ্জ সদর থানার পক্ষ থেকে জানানো হয় বেলা সাড়ে ১১টা থেকে এ আদেশ কার্যকর হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া ১৪৪ ধারা অব্যাহত থাকবে। এসময়ের মধ্যে কেউ সভা-সমাবেশ করতে পারবেন না।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিলীপ কুমার বণিক জানান, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও জামায়াতে ইসলামের মিছিলের কর্মসূচিতে আইন-শৃংখলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে এই ১৪৪ ধারা জারি করা হয়। এদিকে, এক প্রতিক্রিয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেন, ‘আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা স্বাধীন কর্মকান্ডে হস্তক্ষেপের শামিল।’ তিনি আরও বলেন, ‘যারা এ কাজটি করেছে, এতে করে তারাই বেশি ক্ষতিগ্রস্থ হবে। গণতন্ত্র রাখার স্বার্থে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ এ ব্যাপারে জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোখলেসুর রহমান জানান, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। এর সরকারও গণতান্ত্রিক। তাই, এ দেশে গণতান্ত্রিক কর্মকান্ডে বাধা দেওয়া ঠিক নয়।

তিনি আরও বলেন, ‘আমরা সরকারের জুলম-নির্যাতন থেকে মুক্তি চাই এবং এ ধরনের অগণতান্ত্রিক কর্মসূচি থেকে সরকারকে ফিরে আসার আহ্বান জানাই।’ প্রসঙ্গত, রোববার দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির গণমিছিল করার কথা ছিল।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শায়েল/হবিগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here