নওগাঁর চাঞ্চল্যকর দুই গরু ব্যবসায়ীকে হত্যা মামলার আসামি ও আন্ত:জেলা ডাকাত সর্দার কাঞ্চনকে (৪৫) আটক করেছে র্যাব-৫।
সোমবার সকালে নাটোর জেলার সদর থানার আহম্মেদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৫ রাজশাহীর বিনোদপুর ক্যাম্পের একটি দল।
সোমবার বিকেলে র্যাব-৫ কার্যালয়ে তাকে সাংবাদিকদের সামনে তাকে হাজির করা হয়।
র্যাব জানায়, গত ০২ নভেম্বর ২০১১ তারিখ নিহত গরু ব্যবসায়ী (১) মোঃ আলতাফ হোসেন (৪৮) এবং (২) মোঃ মনতাজ আলী (৪৫), উভয়পিতা-মোঃ তছির সোনার, সাং-কুশুম্বা, থানা-মান্দা, জেলা-নওগাঁদ্বয় ০৪টি গরু বিক্রয় করার উদ্দেশ্যে রাজশাহী মহানগরীর সিটি হাটে আসে। কিন্তু ঐদিন ০২টি গরু বিক্রয় করে বিক্রয়লব্দ টাকা এবং অবিক্রিত ০২টি গরু সহ রাজশাহীতে বসবাসরত নিহতদের অপর একভাই মোঃ আনিছার রহমান (রিক্সা চালক) এর সাথে বাড়ীর উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে একটি ট্রাক এসে তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা কোথায় যাবে। এরপর তারা নওগাঁর মান্দা থানায় যাবে জানালে ট্রাক ড্রাইভার এবং ট্রাকের মধ্যে অবসহানরত আরও কতিপয় অজ্ঞাতনামা যাত্রীগণ বলে যে, আসেন আমরাও মান্দা থানায় যাবো। ট্রাক ড্রাইভার এবং ট্রাকে অবসহানরত যাত্রীদের কথামতে ০২টি গরুসহ নিহত আলতাফ এবং মনতাজকে মোঃ আনিছার রহমান (রিক্সা চালক) উক্ত ট্রাকে উঠিয়ে দিয়ে রাজশাহীর বাড়ীতে চলে যায়। ঐদিন রাতে নিহত আলতাফ এবং মনতাজ বাড়ীতে ফেরত না আসায় তাদের বাড়ী হতে রাজশাহীতে অবস্থানরত অপর ভাই আনিছারের নিকট মোবাইল করা হলে সে জানায় তাদেরকে গত রাতে একটি ট্রাকে উঠিয়ে দেয়া হয়েছে। পরবর্তীতে উক্ত খবর শোনার পর তাদের বাড়ী হতে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে ০৩ নভেম্বর ২০১১ তারিখ সকাল আনুমানিক ১১.০০ ঘটিকায় রাজশাহী হতে নওগাঁ মহাসড়কে তেঁতুলিয়া ইউনিয়নের অন্তর্গত শ্রীরামপুর গ্রামের পাঁকা রাস্তার পার্শ্ব হতে শ্বাসরুদ্ধ করে হত্যা করতঃ হাত, পা বাঁধা অবসহায় তাদের মৃত দেহ উদ্ধার করা হয়। এরই ফলশ্রুতিতে র্যাব-৫, রাজশাহী কর্তৃক গত ১৯ নভেম্বর ২০১১ তারিখ দুপুর আনুমানিক ০১.০০ ঘটিকায় উক্ত মামলার স্বন্দিগ্ধ আসামী এবং টাঙ্গাইল জেলার ডাকাত দলের সক্রিয় সদস্য মোঃ নুর নবী (৪২), পিতা-মোঃ আমির খাঁন, সাং-লক্ষীপুর ঘোলা বাড়ীয়া (টলটলিয়া পাড়া), থানা-সদর, জেলা-নাটোরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মহামান্য আদালতে উক্ত নুর নবী’র দেয়া সাক্ষের ভিত্তিতে আন্তঃ জেলা ডাকাত সরদার কাঞ্চনকে নাটোর জেলার সদর থানাধীন আহম্মেদপুর বাজার হতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ কাঞ্চন ডাকাত এর নিকট হতে উক্ত মামলা সমপর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। এছাড়াও মোঃ কাঞ্চন ডাকাতের বিরুদ্ধে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল জেলার বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে বলে জানা যায়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আকবর হোসেন/রাজশাহী