দেশের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হত্যা ও গুমের ফলে দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
শনিবার সকালে গুম প্রতিরোধে আন্তর্জাতিক সনদ-১৯৯২ সমর্থনে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
অব্যাহত বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা ও গুম দেশে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে।
এ সময় বতর্মান সরকারকে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আখ্যায়িত করে তিনি বলেন, সরকার হত্যা, গুম এবং মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে দমন করতে চায়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বর্তমানে রাজনৈতিক কারণে গুমের ঘটনা ঘটছে। আমাদের নেতা-কর্মীদের গুম হওয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছি। কিন্তু তিনি দেখা করতেই রাজি হননি।’
তিনি বলেন, ‘আমরা যখন সরকারে ছিলাম, তখন অপারেশন ক্লিনহার্ট ও ক্রসফায়ার হয়েছে। কিন্তু দৃঢ়তার সঙ্গে বলতে পারি- একটি ঘটনাও রাজনৈতিক কারণে ঘটেনি।’
সেমিনারে অন্যদের মধ্যে রাজনীতিবিদ এবং মানবাধিকার ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা