ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

হাজীদের রিফান্ডের টাকা ফেরতের বিষয়ে প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হাজীদের রিফান্ডের টাকা ফেরতের নামে একাধিক প্রতারক চক্র মাঠে সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে। এ সকল প্রতারক চক্র হতে সতর্ক থাকতে সবাইকে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।’

এতে বলা হয়, ‘ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে এক শ্রেণীর প্রতারক চক্র হজের রিফান্ডের টাকা ফেরত দেয়ার কথা বলে হাজী, হজ এজেন্সির মালিক বা প্রতিনিধি ও হজ গাইডদেরকে ফোন করে তাদের ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ কিংবা নগদ ইত্যাদির তথ্য চাচ্ছে। এভাবে দুয়েকটা প্রতারণার ঘটনাও ঘটেছে।’

উল্লেখ্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে  হাজী, হজ এজেন্সি ও হজ গাইডদের রিফান্ডের টাকা সরাসরি ব্যাংক হিসাবে বিইএফটিএন অথবা চেকের মাধ্যমে প্রেরণ করা হয়। এ জন্য কোন ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ কিংবা নগদের তথ্য চাওয়া হয় না। প্রতারক চক্র ফোন করে টাকা ফেরতের কথা বলে এরূপ কোন তথ্য চাইলে না দেয়ার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

এছাড়া এ ধরনের ফোন আসলে আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট লিখিতভাবে অভিযোগ করার জন্যও পরামর্শ দিয়েছে এই মন্ত্রণালয়। ইতোপূর্বে ধর্ম মন্ত্রণালয় হতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধও করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here