গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::

স্লট বুকিং জটিলতায় বন্ধ রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ ও আলু আমদানি। কোন রকম আগাম নোটিশ ছাড়াই গত রোববার দুপুর থেকে হঠাৎ করে পেঁয়াজ ও আলু রফতানির স্লট বুকিং বন্ধ করে দেয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ফলে পন্য দুটি রফতানি নিয়ে বিপাকে পড়েছে উভয় দেশের ব্যবসায়ীরা।

দুইদিন পেরিয়ে গেলেও স্লট বুকিং সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এদিকে এলসি খুলেও আলু ও পেঁয়াজ আমদানি করতে না পারায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা।

হিলি বন্দর আমদানিকারক বলেন ভারতের রফতানিকারক সুত্রে জানাগেছে, সৃষ্ট জটিলতা নিরসনে আজ মঙ্গলবার কলকাতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে রফতানিকারক ব্যবসায়ীদের বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকে ফলপ্রসু সিদ্ধান্ত হতে পারে বলে আশা তাদের।

হিলি স্থলবন্দর আমদানিকারক এস এম রেজা বিপুল বলেন হঠাৎ করে আলু ও পেঁয়াজ বন্ধ করে দেওয়া বিপাকে পরতে হচ্ছে। ব্যবসায়ীদের দাবি পূর্বের করা এলসির পেঁয়াজ ও আলু রফতানির সুযোগ দিক পশ্চিমবঙ্গ সরকার।

এদিকে পূবের্র স্লট বুকিন করা একটি আলু বোঝায় ট্রাক গতকাল বন্দরে প্রবেষ করেছে। এবং পেঁয়াজের কোন ট্রাক বন্দরে প্রবেশ করে নাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here