সাভারে জাতীয় স্মৃতিসৌধের বাইরে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার সকালে দলীয় প্রধানদের স্বাগত জানানো নিয়ে দুদলের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দলীয় প্রধানদের স্বাগত জানাতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা ব্যাপক শো-ডাউনের প্রস্তুতি নেয়। দু’দলের নেতা-কর্মীরাই স্মৃতিসৌধের ফটকে অবস্থা নেয়ার চেষ্টা করে।

এ নিয়ে স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদের পক্ষে আওয়ামী লীগের এবং আশুলিয়া বিএনপির সভাপতি সাবেক সংসদ ডা. দেওয়ান সালাহউদ্দিন বাবুর পক্ষে বিএনপি নেতা-কর্মীরা বাকবিতাণ্ডায় জড়িয়ে পড়ে।

একপর্যায়ে দুদলের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়ে তা সংঘর্ষে রূপ নেয়। দুপক্ষের নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে সেখান থেকে দুপক্ষের নেতা-কর্মীদের সরিয়ে দেয়। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়। এ সময় ক্ষুব্ধ নেতা-কর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. বদরুল আলম জানান, একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। তবে পুলিশ দ্রুত তা নিয়ন্ত্রণ করে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here