কথা বলা, ক্ষুদেবার্তা পাঠানো, ছবি তোলা, ভিডিও ধারণ, ইন্টারনেট ব্রাউজ — এরকম বিভিন্ন কাজ এখন করা যায় স্মার্টফোনে৷ কোরিয়ার বিজ্ঞানীরা এবার আরো খানিকটা এগিয়েছেন, স্মার্টফোনকে তারা দিতে চান ডাক্তারি বিদ্যা৷
কোরিয়া অ্যাডভান্সড্ ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, কেএআইএসটি’র একদল বিজ্ঞানী জানিয়েছেন, বায়োমলিকুলার পদার্থ শনাক্তের জন্য টাচস্ক্রীন প্রযুক্তি ব্যবহার করা সম্ভব, মেডিক্যাল পরীক্ষায় যেগুলো করা হয়৷
ফলিত রসায়ন বিষয়ক জার্মান জার্নাল, আনগেভান্টে শেমি’তে প্রকাশ হয়েছে কোরীয় বিজ্ঞানীদের এই গবেষণা৷ এই বিষয়ে গবেষক হিয়ুন-জিউ পার্ক জানান, টাচস্ক্রীন প্রযুক্তি ব্যবহার করে হাতের স্পর্শে ডিজিটাল স্বাক্ষর শনাক্ত করা সম্ভব হচ্ছে৷ একই ধারণায়, সুনির্দিষ্ট প্রোটিন এবং ডিএনএ শনাক্ত করা যেতে পারে৷ পার্ক’এর সঙ্গে এই গবেষণায় রয়েছেন বিয়ং-ইয়ন ওন৷
স্মার্টফোন, পিডিএ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের টাচস্ক্রীন সাধারণত ব্যবহারকারীর শরীরের ইলেকট্রনিক চার্জ শনাক্ত করতে পারে৷ প্রোটিন এবং ডিএনএ মলিকুলাস’এর মতো বায়োক্যামিকালগুলো বিশেষ ধরনের ইলেকট্রনিক চার্জ বহন করে৷
কেএআইএসটি জানিয়েছে, গবেষকদের পরীক্ষায় দেখা গেছে, টাচস্ক্রীন সেটির উপরে রাখা ডিএনএ মলিকুলাসের অবস্থান শনাক্ত করতে পারে৷ এটি একটি প্রাথমিক সাফল্য, যা একদিন মেডিক্যাল পরীক্ষার মতো কাজে স্মার্টফোন ব্যবহারের সম্ভাব্যতা বাড়িয়ে দিচ্ছে৷ পার্ক জানিয়েছেন, আমরা নিশ্চিত হয়েছি যে, টাচস্ক্রীন প্রায় ১০০ ভাগ নিঁখুতভাবে ডিএনএ মলিকুলাস শনাক্ত করতে পারে৷
গবেষক দল বর্তমানে একটি বিশেষ ধরনের ফিল্ম তৈরির চেষ্টা করছেন, যাতে রিঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল থাকবে যা বিশেষ ধরনের বায়োক্যামিকাল শনাক্তের সক্ষম হবে৷ গবেষকদের আশা, এই প্রক্রিয়ায় টাচস্ক্রীন বিভিন্ন ধরনের বায়োমলিকুলার বিষয়াদি শনাক্তের ক্ষেত্রে সফলতা দেখাবে৷ বলাবাহুল্য, টাচস্ক্রীন বায়োমলিকুলার ম্যাটেরিয়াল শনাক্তে সক্ষম হলে, তা হবে একটি উল্লেখযোগ্য অগ্রগতি৷ তবে সামগ্রিক গবেষণার পথে এটি প্রথম ধাপ৷
ধরেই নেওয়া যায়, টাচস্ক্রীনের উপর রক্ত কিংবা মলমূত্র রেখে সেগুলো পরীক্ষা করতে কেউ রাজি হবে না৷ পরীক্ষার জন্য এধরনের নমুনা একটি বিশেষ কাপড়ে ধারণ করে, সেটি টাচস্ক্রীনের উপর রাখা যেতে পারে৷ অথবা পার্ক এর ভাষায়, স্মার্টফোনে একটি নতুন হার্ডওয়্যার যোগ করা যেতে পারে, যা পরীক্ষার ‘এনট্রেন্স পয়েন্ট’ হিসেবে কাজ করবে৷ তিনি বলেন, মানুষের আঙুলের ছোঁয়া যেভাবে টাচস্ক্রীন শনাক্ত করে একইভাবে পরীক্ষার নমুনা শনাক্ত করবে৷
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নিউজ ডেস্ক
স্মার্টফোনকে এভাবে রোগনির্ণয় যন্ত্র হিসেবে কবে নাগাদ ব্যবহার করা যেতে পারে, তার কোন সুনির্দিষ্ট দিনতারিখ ঘোষণা করেননি গবেষকরা৷ তাই এটিকে আপাতত একটি সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে৷