নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::
গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসী দ্বারা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীসহ শতাধিক নেতা কর্মীর উপর হামলা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত হোসেন দিদার হত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সোমবার দুপুরে শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোকলেছার রহমান ও পাইলট রহমান এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিহাবুজ্জামান সিহাব বক্তব্য দেন।
এরআগে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।