প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের কোন অবদান নেই। তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নয়।

মাহবুব-উল-আলম হানিফ মঙ্গলবার ঝিনাইদহ ওয়াজির আলী হাইস্কুল মাঠে ‘ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক মুক্তিযোদ্ধা সমবাশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি আরো বলেন জিয়া ১৯৭৬ রাজাকারদের ক্ষমা করে তাদের পুনর্বান করেন। জিয়াই প্রথম রাজাকারদের মন্ত্রসিভায় স্থান দিয়ে রাজাকার আজিজকে প্রধানমন্ত্রী করেন। আর এখন রাজাকারদের বাঁচাতে ও তার দুই দুর্নীতিবাজ সন্তানকে রক্ষা করতে খালেদা জিয়া আন্দোলন করছেন।

হানিফ বলেন খাদ্য ঘাটতি নিয়ে সরকার ক্ষমতায় এসছিল এবং তা পুরণ করার চেষ্টা চলছে। তিনি বলেন এ সরকারের আমলেই বিদ্যুৎ ঘাটতি পুরন করা হবে।

ঢাকা সিটি ভাগ করা নিয়ে বিরোধী দলের অপপ্রচারের জবাবে হানিফ বলেন নাগরিক সেবা নিশ্চিত করার জন্য প্রশাসনিক ভাবে ঢাকা ভাগ করা হয়েছে। হানিফ অভিযোগ করেন বিএনপির আমলেই ভুয়া মুক্তিযোদ্ধা তৈরী করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন। সমাবেশে ঝিনাইদহের ৪ সংসদ সদস্য যথাক্রমে আব্দুল হাই, সফিকুল ইসলামস অপু, নুরজাহান বেগম, শফিকুর আজম খান চঞ্চল, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা লোটন, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফর রহমান, স্থানীয় পুলিশ সুপার রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি পালন উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ শহরের পানি উন্নয়নবোর্ড মাঠ থেকে দুই হাজার পাঁচশ মুক্তিযোদ্ধাদের নিয়ে এক বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন করে। এছাড়া ঝিনাইদহ শহরের প্রাণ কেন্দ্রে দিবসটি উপলক্ষ্যে লাঠি খেলার আয়োজন করা হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান রকি/ঝিনাইদহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here