কালাম আজাদ, কক্সবাজার থেকে

স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদযাপনে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর  বিকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর অস’ায়ী কার্যালয়ে বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত পূর্বক জাতিকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন সময় এসেছে মানবতার শত্রু যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার। এই মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার দু্রত সম্পন্ন করে জাতিকে কলং্‌কমুক্ত করতে হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় আন-র্জাতিক বিষয়ক সম্পাদক সাইমুম সরওয়ার কমল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি এডভোকেট তাপস রক্ষিত, সাধারণ সম্পাদক সাংবাদিক নজিবুল ইসলাম, জেলা খেলাঘর আসরের সভাপতি সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল, লোকবাংলার সভাপতি কামরুল হাসান, সাংবাদিক ও কলামিষ্ট বিশ্বজিত সেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের যুগ্ন মহাসচিব মোহাম্মদ হোসাইন মাসুসহ মেলা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

পরে সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে মোমবাতি হাতে আলোর মিছিল বের করা হয়। মিছিলটি কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার সামনে থেকে শুরু করে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরীর মাঠে এসে সমাপ্ত হয়।
উল্লেখ্য, কাল ১৭ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন- ৭ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here