গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::

সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে সব ধরনের সবজির দাম কমেছে।এদিকে পেঁয়াজ কেজিতে ১৫ টাকা ও কাঁচা মরিচ কেজিতে ৬০ টাকা দামকমছে।

আজ রোববার হিলি বাজার ঘুরে এমন তথ্য পাওয়া যায়। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সব ধরণের সবজির দাম কমতে শুরু করছে।

এক সপ্তাহে আগে বেগুনের দাম ছিলো ৬০ টাকা কেজি, তা আজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে, ৬০ টাকার পটল বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি, ৬০ টাকার ঢেঁড়স বিক্রি হচ্ছে ৩০ টাকা, ৮০ টাকার করলা ৪০ টাকা, ৬০ টাকার বটবটি ৪০ টাকা,৬০ টাকার ঝিঙ্গা ৩০ টাকা,৪০ টাকার শসা ৩০ টাকা, ১০০ টাকার কাকরুল ৭০ টাকা, ফুলকপি ১০০ টাকা,টমেটো ৪০ টাকা,১৪০ টাকার কাঁচা মরিচ ৮০ থেকে ৬০ টাকা, ৫০ টাকার লাউ ৩০ টাকা পিচ, ৬০ টাকায় কচুরলতি ৫০ টাকা, ৬০ টাকার তরই ৩০ টাকা,৮০ টাকার পেঁয়াজ ৬৪ টাকা কেজি পাইকারি, রসুন ১২০ টাকা কেজি দরে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here