ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি ::

যশোরে স্বর্ণ ও মাদক মামলার পৃথক দুই আসামিকে ভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম ও জুয়েল অধিকারী এই আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্তরা হলো, শার্শা উপজলার পুটখালি গ্রামের উত্তরপাড়ার মৃত জাহা বক্সের ছেলে ফারুক হোসেন ও তালসারি গ্রামের মকবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া রফিকুল ইসলাম শেখের ছেলে ড্রাইভার ইলিয়াস শেখ। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি দুপুরে বেনাপোলের পুটখালি ক্যাম্পের বিজিবি সদস্যরা বালুরমাঠ খেজুর বাগানে অভিযান চালিয়ে ফারুক হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন সাড়ে ৯৪ তোলা। এ ঘটনায় বিজিবির ল্যান্স নায়েক আনোয়ারুল হক
বাদি হয়ে চোরাচালান দমন আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।

তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আসামি ফারুক হোসেনকে অভিযুক্ত করে তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আসামি ফারুক হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে ১০ বছর সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

অপরদিকে, ২০১৩ সালের ৮ নভেম্বর গভীর রাতে বেনাপোলের কাগজপুকুরের হক ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায় যশোরের র‌্যাব সদস্যরা। এসময় যাত্রী বিহীন একটি বাস থামানোর সাথে সাথে একজন জানালা দিয়ে পালিয়ে যায় এবং চালক ইলিয়াস শেখকে আটক করা হয়। লোক জনের উপস্থিতিতে বাস তল্লাশি করে ল্যাগেজ বক্সের ভিতর বিশেষ কায়দার তৈরী বক্স থেকে ১ হাজার ১৭১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের এসআই বায়েজিদ আকন বাদী হয়ে মাদক চোরাচালান দমন আইনে আটক বাস চালকসহ দুইজনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।

তদন্ত শেষে আটক ইলিয়াস শেখকে অভিযুক্ত ও অপর আসামি জাহাাঙ্গীর হোসেনের অব্যহতি চেয়ে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল আলম। সাক্ষ্য গ্রহণ শেষে আসামি ইলিয়াস শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here