স্টাফ রিপোর্টার :: দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ৭৫০ টাকা। আজ বৃহস্পতিবার থেকে বর্ধিত এই দাম কার্যকর হবে বলে গতকাল বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) পক্ষ থেকে জানানো হয়েছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দর অনুযায়ী বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ৭৪ হাজার আট টাকা, যা আগে ছিল ৭২ হাজার ২৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ৭০ হাজার ৮৫৮ টাকা, যা আগে ছিল ৬৯ হাজার ১০৯ টাকা।

আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার ১১১ টাকা, যা আগে ছিল ৬০ হাজার ৩৬১ টাকা। এ ছাড়া সনাতনী স্বর্ণের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫১ হাজার ৭৮৮ টাকা, যা আগে ছিল ৫০ হাজার ৩৯ টাকা। আর ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পূর্বনির্ধারিত ৯৩৩ টাকাই রয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here