ডেস্ক রিপোর্ট::  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষ থেকে ঢাকা-১২ আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন নেতাকর্মীরা।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের কাছে ফরম জমা দেন তারা।

এসময় প্রস্তাবক হিসেবে কাউন্সিলর শামীম হাসান এবং সমর্থক হিসেবে আব্দুল গাফফার এই ফরম তুলে দেন।

প্রসঙ্গত, রাজধানী তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-ই-বাংলা নগর এবং রমনার একটি অংশ নিয়ে গঠিত ঢাকা-১২ সংসদীয় আসন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড এই আসনের অধিভুক্ত।

আসনটিতে বর্তমান সরকারের টানা তিন মেয়াদেরও বেশি সময় ধরে সংসদ সদস্য হিসেবে আসাদুজ্জামান খান কামাল দায়িত্ব পালন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here