পাখিদের কথা নেই
–স্বপন রেজা
পাখিদের বাসা বুননের কথা মনে নেই-
মনে নেই ইতিহাস।
তোমাদের কথা। শুধু তোমাদের কথা।
ঝড়ো-বাতাসের কথা। অগোছালো উড়ো চিঠির কথা।
ওমের খোসা নি:শব্দে খসে পড়ে পালকের অাঁতুরঘর।
মেঘের শরীর ভেঙ্গে বৃষ্টিফুল ঝরে পড়ে উলঙ্গ জলে।
নদী জলে মাখামাখি
বড্ড বেহিসাবি ঠোঁট।
ভালো নেই- তোেমাদের কথা।
তার’চে মিউজিয়ামে নিলাম তুলে রাখি
কথা।
পাখিদের বাসা বুননের কথা মনে নেই।
তোমাদের কথা-
শুধুই তোমাদের কথা।