ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

নবনিযুক্ত বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে ও দেশের স্বার্থে স্বচ্ছতা ও সততা নিয়ে কাজ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় এ আহবান জানান। 

শেখ বশিরউদ্দীন বলেন, পাটের অতীত ঐতিহ্য ও ইতিহাস আছে। এর সম্ভাবনার কোন ঘাটতি নেই। পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। দেশ উপকৃত হলে আমরা সবাই উপকৃত হবো।”

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা, সুব্রত শিকদার, আরিফুর রহমান খান, যুগ্ম-সচিব রায়না আহমদ সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ও প্রতিবন্ধকতা নিয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএনএম মঈনুল ইসলাম।

গতকাল অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শপথ নেন শেখ বশিরউদ্দীন। পরে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টার দায়িত্ব পান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here