ডেস্ক রিপোর্ট:: তরুণ নির্ভর দল নিয়ে কাতার বিশ্বকাপ থেকে নতুন মিশন চলছে স্পেনের। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা অবশ্য ফিফার মেগা ইভেন্টটিতে সে কারণে ধুঁকতে হয়েছিল। অভিজ্ঞতার অভাবে প্রতিভা নিয়েও তাদের বিদায় হয়েছিল শেষ ষোলো থেকে। এখনও সেই পথেই হাঁটছে স্প্যানিশরা। তবে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে তাদের খুব বেশি বেগ পেতে হচ্ছে না। এবার তারা সাইপ্রাসের জালেও গোল উৎসব করেছে, জিতেছে ৬-০ গোলে। একইদিন জয়রথে ফিরেছে ইতালি। ইউক্রেনকে ইউরো চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে।
আগের ইউরোতে শিরোপা জিতলেও বিশ্বকাপে খেলতে পারেনি আজ্জুরিরা। সেই দুঃসময় তাদের বিশ্বকাপ পরবর্তী সময়েও দেখা যায়। ইউরোর বাছাইয়ে ৩ ম্যাচ শেষে ইতালির পয়েন্ট ছিল মাত্র ৪। ফলে আগামী বছরের ইউরোতে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছিল। তবে ইউক্রেনের বিপক্ষে জয় তাদের কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে।
আগের ম্যাচেও স্প্যানিশরা জর্জিয়াকে রীতিমতো বিধ্বস্ত করেছিল। ৭-১ গোলের বড় জয় পায় স্প্যানিয়ার্ডরা। সেই সুখস্মৃতি নিয়ে সাবেক ইউরো চ্যাম্পিয়নরা ঘরের মাঠ গ্রানাডায় সাইপ্রাসের বিপক্ষে খেলতে নেমেছিল। পুরো ম্যাচজুড়ে তাদের কাছে পাত্তাই পায়নি সফরকারী সাইপ্রাস। প্রথমার্ধেই দুইবার জালে বল জড়িয়েছিল স্পেন, বিরতির পর গুনে গুনে তারা আরও চার গোল করে।
জর্জিয়ার বিপক্ষে সবচেয়ে কম বয়সী স্প্যানিশ ফুটবলার হিসেবে অভিষেক হয়েছিল লামিনে ইয়ামালের। ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড সেদিন গোলও করেছিলেন। সাইপ্রাসের বিপক্ষেও নিজের দারুণ প্রতিভা দেখিয়েছেন ইয়ামাল। তবে ম্যাচে গোল পাননি তিনি। স্প্যানিশদের বড় জয়ে জোড়া গোল করেছেন ফেররান তোরেস। এছাড়া গাভি, মিকেল মিরেনো, হোসেলো এবং অ্যালেক্স বায়েনা একটি করে গোল করেছেন।
গ্রুপ ‘এ’তে থাকা স্প্যানিশদের এই জয়ে টেবিলের দুইয়ে তুলে দিয়েছে। ৪ ম্যাচে ৩ জয়ে তাদের পয়েন্ট ৯। বিপরীতে ৫ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান স্কটল্যান্ডের।
অন্যদিকে, ইউক্রেনের বিপক্ষে এদিনের ম্যাচটি ছিল আজ্জুরিদের জন্য মহাগুরুত্বপূর্ণ। আগের তিন ম্যাচে মাত্র এক জয় নিয়ে ধুঁকছিল ইতালি। তাই জয় ভিন্ন কোনো পরিকল্পনা যে তাদের ছিল না, ম্যাচজুড়ের সেটিরই প্রমাণ মিলেছে। লুসিয়ানো স্পালেত্তির ইতালি দাপট দেখিয়েছে ম্যাচের বেশিরভাগ সময়। যেখানে ৬৪ শতাংশ বলের দখল রেখে তারা শট নিয়েছে ২১টি। তবে তাদের কেবল ৫টি শট গোলের লক্ষ্যে ছিল।
ইতালির হয়ে জোড়া গোল করেছেন ডাভিড ফ্রাত্তেসি। আর এ জয়ে এক ম্যাচ কম খেলে ইউক্রেনের সমান ৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে এসেছে ইতালি। যার ফলে এখন দারুণভাবেই সরাসরি ইউরোতে খেলার লড়াইয়ে ফিরল ইতালি। এদিন অবশ্য জয় পেতে তাদের বেগ পেতেই হয়েছে। ইউক্রেন আরেকবার জালের দেখা পেলেই তাদের যাত্রাপথ আরও কঠিন করে তুলত। এই জয়ে ইতালি ‘সি’ গ্রুপের দুইয়ে অবস্থান করছে, ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৭। শীর্ষে থাকা ইংল্যান্ড ৫ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়েছে।