স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যদের বেতনও করের আওতায় এলো।
সোমবার এ সংক্রান্ত আইন সংশোধনের দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আইন দুটি হচ্ছে- স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রিমোনারেশ এন্ড প্রিভিলেজেস) অ্যামেনমেন্ট অ্যাক্ট-২০১১ ও মেম্বার অব পার্লামেন্ট (রিমোনারেশ অ্যান্ড অ্যালাউন্সেস) অ্যামেনমেন্ট অ্যাক্ট-২০১১।
প্রধানমন্ত্রী, মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের বেতন করমুক্ত থাকায় আগের আইনের সংশোধন করে তাদের বেতন আয়করের আওতায় আনা হলো।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ অনুমোদনের কথা জানান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা