আব্দুর রউফ হায়দার, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রতিরোধে নীলফামারী-৪ আসনের সাংসদের পক্ষে কিশোরগঞ্জ উপজেলায় লিফলেট, মাস্ক, বিলিসিং পাউডার বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা করা হয় শনিবার।

উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রেজাউল আলম স্বপন ও সদস্য সচিব রশিদুল ইসলাম রশিদের উপস্থিতিতে এ কর্মসূচি শুরু করা হয়।

উপজেলার বাহাগিলী ইউনিয়নের নান্নুর বাজারে শনিবার এ কার্যক্রম শুরু হয়ে উপজেলার সদর, বাহাগিলী ও চাঁদখানা ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় মানুষের মাঝে মাক্স ও লিফলেট বিতরণ করা হয়।

এছাড়া ময়লা-আবজর্নাযুক্ত জায়গা, দোকানে-দোকানে, বাজারে বিলিসিং পাউডার ছিটানোসহ মানুষের হাত ধুয়ে দেয়া হয়।

শনিবার ৩ টি ইউনিয়নে ১ হাজার পিস মাক্স বিতরণ করা হয়।

উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ রশিদুল ইসলাম রশিদ জানান- এমপি মহোদয়ের পরামর্শে উপজেলা জাতীয় পার্টি সাধারণ মানুষদের সচেতনতায় কাজ করছে এবং অব্যাহত থাকবে। মাস্ক, লিফলেট, বিলিসিং পাউডার বিতরণের সময় সাধারণ মানুষদের উদ্যোশে তিনি বলেন- আপনারা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। আপনি আমি সকলেই সচেতনভাবে থাকলে আপনি আমি দেশ এ বিপর্যয় থেকে উত্তোরণ হবে ইনশাআল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here