নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের পক্ষ থেকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম কে করোনা সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) স্টামফোর্ড ফোরামের সভাপতি সাইফুল মাসুম ও কার্যনির্বাহী সদস্য আকরাম হোসেনের হাতে এ সুরক্ষা সামগ্রী তুলে দেন মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল।
বাসসের সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল বলেন, করোনা মহামারি চলছে। করোনার সেকেন্ড ওয়েবের আশঙ্কার কথা বলা হচ্ছে। এ সময় পেশাদার সাংবাদিকদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে স্টামফোর্ড সাংবাদিক ফোরামকে কিছু পিপিই প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, ইউএনডিপির মানবাধিকার সুরক্ষা প্রকল্পের অংশ হিসেবে সাংবাদিকদের করোনাকালীন সুরক্ষা সামগ্রী বিতরণ করছে বিএমএসএফ।