সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বিদ্রোহী আল-শাবাব গোষ্ঠীর হামলায় কমপক্ষে ১৭ জন নিহত ও ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে, নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
এ খবর দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, একটি ক্যাফের কাছে আত্মঘাতী গাড়ি বোমাটি বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মুনা নামের একটি হোটেলের কাছে গাড়িটি রাখা ছিল। তার পাশেই ক্যাফেটির অবস্থান।
হোটেল ও ক্যাফেটিতে প্রায়ই সোমালিয়ার শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা এসে সময় কাটান বলে জানা গেছে। আর, তাদেরকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে, প্রাথমিকভাবে কোন রাজনীতিকের নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। এদিকে ক্যাফেতে হামলা পরিচালনার দায় স্বীকার করেছে বিদ্রোহী আল-শাবাব গোষ্ঠী। ২০১০ সালের আগস্ট মাসে একই ধরনের একটি হামলা চালানো হয়েছিল ওই হোটেলে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক