মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্ত এলাকা থেকে   ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সাদৃশ্য অলংকারাদি ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকারাদি, ট্রাক সহ একজন কে আটক মহানন্দা ব্যাটেলিয়ান  ৫৯ বিজিবি। আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালিয়া দিঘী গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুস শুকুর (৪০)।

মহানন্দা ব্যাটেলিয়ান ৫৯ বিজিবির সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ন এলাকা দিয়ে বাংলাদেশী ট্রাকের মধ্যে চোরাকারবারীরা  ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে   বিপুল পরিমান চোরাচালানী মালামাল পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাহানন্দা  ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে   চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পানামা পোর্ট এলাকায় ১২ নভেম্বর রাত ২ টার সময়  অভিযান পরিচালনা করে বাংলাদেশী একটি ট্রাক পানামা পোর্ট হতে সোনামসজিদ গমনের সময় বিজিবি টহলদল ট্রাকটি তল্লাশী করে ৫৬ বস্তা চায়না ক্লে পাউডারের মধ্যে লক্বায়িত অবস্থায় ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সাদৃশ্য অলংকারাদি এবং ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকারাদি পাওয়া যায়।
১২ নভেম্বর মঙ্গলবার দুপুরে প্রেস কনফারেন্সের মাধ্যমে  মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত কারে জানান, আমদানি কারক মিসেস কাজী ট্রেডিং বাংলাবাজার পাবনা সদর,  , সিএনএফ হচ্ছে গালাফ ওরিয়ন সী ওয়ে এলসি স্টেশন  মসজিদ শিবগঞ্জ। অবৈধ মাল পাওয়ায় আমদানি কারক ও সিএনএফ এজেন্টর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে  ।
তিনি আরো বলেন  , মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
মোঃআশরাফুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here