নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রকাশ্য দিবালোকে নারায়ণগঞ্জ জেলা সহকারি পুলিশ সুপার (প্রমোশনাল) মোঃ সাকিব’র সামনে অস্ত্রধারী সন্ত্রাসীরা এলোপাতারিভাবে কুপিয়ে হাবিব নামের এক যুবককে নৃশংসভাবে খুন করেছে।
রোববার বেলা আড়াইটায় ঢাকা-চট্রগ্রাম মহা সড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আফিয়া সিএনজি পাম্পের অদুরে রাজাশ্রমের সামনে উক্ত ঘটনা ঘটে। খুনের সাথে জড়িত সন্দেহে পুলিশ মোজাম্মেল নামের একজনকে গ্রেফতার করেছে।
স’ানীরা জানিায়েছে, মোগরাপাড়া ইউপির হাবিবপুর গ্রামের মৃত সামছুদ্দিনের ছেলে হাবিবুর রহমান হাবিব ওরফে হবু (২১) দুপুর আড়াইটার দিকে মহা সড়কের পাশে অবসি’ত আফিয়া সিএনজি পাম্পের অদুরে রাজাশ্রমের সামনে দিয়ে রিক্সাযোগে যাওয়ার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৪/৫ জন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়।
এ সময় সন্ত্রাসীরা তাদের সাথে থাকা ধারালো ছোড়া ও চাপাতি দিয়ে কোপাতে থাকে। একই সময়ে নারায়ণগঞ্জ জেলা সহকারি পুলিশ সুপার (প্রমোশনাল) মোঃ সাকিব গাড়ি নিয়ে সোনারগাঁও থানায় যাচ্ছিলেন। তিনি এ ঘটনা দেখে গাড়ি থেকে নামতে নামতে সন্ত্রাসীরা তাদের রক্ত মাখা ছোড়া ও চাপাতি ফেলে দৌড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ আহতাবস’ায় হাবিবকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উক্ত খুনের ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ মোজাম্মেল নামের এক যুবককে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে এএসপি (প্রমোশনাল) মোঃ সাকিব ঘটনাস’লে থাকা কালিন সময়ে জানান, তিনি গাড়ি যোগে থানায় যাওয়ার পথে একজনকে কোপাতে দেখে গাড়ি থেকে নামতে নামতে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সোনারগাঁও থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ জানান, সন্দেহজনক একজনকে গ্রেফতার ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং অন্যদেরও গ্রেফতারের অভিযান চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস’তি চলছিল।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ