নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বাংলাদেশ লোক ও কারম্নশিল্প ফাউন্ডেশনে (জাদুঘর হিসেবে পরিচিত) আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব। এতে প্রদান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি, স্থানীয় এমপি আব্দুলস্নাহ্-আল-কায়সার ও সংস্কৃতি বিষয়ক সচিব সুরাইয়া বেগম এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, বাংরাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ।
এবারের মেলায় ১৬৭টি রকমারি দোকান থাকবে। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে ৩১জন কারুশিল্পী আসবেন। তারা তাদের তৈরি কারুশিল্প মেলায় প্রদর্শন করবেন। মেলায় থাকবে গ্রামীণ ঐতিহ্য সমৃদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসব ও মেলা আকর্ষণীয় করতে এবার নেওয়া হবে নানা ধরনের উদ্যোগ বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মেলা উপলক্ষে রোববার ফাউন্ডেশনের সভা কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সরকার দলীয় এমপি আবদুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, সিদ্ধিরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাংবাদিক একেএম মাহফুজুর রহমান প্রমুখ।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ