নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৃহস্পতিবার দিনগত গভীর রাতে এলাকাবাসীর গণপিটুনিতে ডাকাত দলের ২ সদস্য নিহত হয়েছেন। তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া আহত আরও ২ জনকে  উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
গণপিটুনিতে নিহতরা হলো, নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার আবদুর রহিমের ছেলে ফরিদ (৩৪) ও একই এলাকার নজরম্নল ইসলামের ছেলে সেকান্দার (২২)।
এ ঘটনায় সোনারগাঁও থানার পরিদর্শক (তদনত্ম) মেজবাহউদ্দিন জানান, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টায় উপজেলার সনমান্দি ইউনিয়নের রূপনগর গ্রামে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের বাড়িতে একদল সশস্ত্র সংঘবদ্ধ ডাকাত হানা দেয়। অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল ওই বাড়ি থেকে ৭ ভরি স্বর্ণালঙ্কার ও ৯০ হাজার টাকা লুটে নেয় বলে সৌদি প্রবাসীর স্ত্রী রোকেয়া বেগমের উদ্ধৃত করে জানান ওসি মেজবাহজউদ্দিন।
তিনি আরও জানান, মঈনউদ্দিনের ডাকাতির সময়ে বিষয়টি প্রতিবেশীরা টের পায়। তাদের কয়েকজন স’ানীয় মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দিলে এলাকার শত শত নারী-পুরম্নষ সংঘবদ্ধ হয়ে মঈনউদ্দিনের বাড়ির দিকে আসতে থাকেন। এ সময় ডাকাত দলের সদস্যরা লুণ্ঠিত মালামাল নিয়ে পালানোর সময় এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। প্রায় ২ কিলোমিটার এলাকা ধাওয়া খেয়ে ডাকাত দলের ৪ সদস্য একটি পুকুরে পড়ে যায়। তবে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
পরে এলাকার লোকজন ওই পুকুর ঘিরে রেখে ৪ ডাকাতকে গণপিটুনি দেয়। বিক্ষুব্ধ এলাকাবাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে ডাকাতদের আহত করেন। এতে ঘটনাস’লেই সেকান্দার ও ফরিদ নিহত হন। এ সময় পিটুনিতে আহত শরিয়তপুর জেলার কচিঘাট গ্রামের আনোয়ার (২০) ও ফারম্নক (২০) আহত হন। আনোয়ার সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় ভাড়া থাকেন। আহত ফারম্নক সিদ্ধিরগঞ্জ এলাকা বসবাস করতো। ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় লুট করা কিছু মালামাল ফেলে যায়। তবে স্বর্ণ ও টাকা উদ্ধার করা যায়নি।
ওসি আরও জানান, আহত ২ ডাকাতকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে তথ্য নেওয়া হচ্ছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত ২ ডাকাতের লাশ ময়না তদনেত্মর জন্য নরসিংদী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here