জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বুধবার রাতে কলেজ ছাত্র মফিজুল ইসলাম (১৮) খুন হয়েছে। প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত মফিজুল ইসলাম সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মূসারচর গ্রামের শহীদুল্লাহ মিয়ার ছেলে। সে সোনারগাঁওয়ে অবস্থিত নাজিম উদ্দিন ভূঁইয়া ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইউনুস আলী জানান, উপজেলার জামপুর ইউনিয়নের মূসাপুর গ্রামে দেড় শতাংশ জমির মালিকানা নিয়ে একই গ্রামের শহীদুল্লাহর সঙ্গে তার বাড়ির প্রতিবেশী জাহিদ এর বিরোধ ছিল। বুধবার বিকেলে এই বিষয় নিয়ে তাদের সালিস বসার কথা থাকলেও হয়নি।
ওসি আরো জানান, রাত সাড়ে ১০টার দিকে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে শহীদুল্লাহ মিয়ার ছেলে মফিজুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়ার পথে সে মারা যায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ