মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গত ৩ দিনে প্রায় ৪ হাজার ৪ শত ১২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। বৃহঃবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার, বুধবার ও বৃহঃবার সোনামসজিদ স্থলাবন্দ দিয়ে ১৫৬ ট্রাকে ৪ হাজার ৪ শত ১২ মেট্রিক টন পেঁয়াজ আসে। এরমধ্যে মঙ্গলবার আসে ৮১ ট্রাক , বুধবার আসে ৪৩ ট্রাক ও বৃহঃবার আসে ৩২ ট্রাক। এরইমধ্যে আমদানি পেঁয়াজবাহী ট্রাক দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে।
তিনি জানান, এর আগে রোববার ও সোমবার বন্দরে আমদানি রপ্তানি বন্ধ ছিল কারফিউ ও সাধারণ ছুটির কারণে। শনিবারও বন্দর দিয়ে বেশ কিছু পরিমান পেঁয়াজ আসে।
এদিকে ভারত থেকে আমদানি হওয়ায় পেঁয়াজের দাম কমেছে স্থানীয় বাজারে। ৩ দিনের ব্যবধানে প্রতি কেজিতে কমেছে ৩ থেকে ৪ টাকা। এখন চাঁপাইনবাবগঞ্জের বাজারে ৮৫ থেকে ৮৬ টাকা কেজি দরে।