মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি এক দিন বন্ধ থাকার পর আজ দুপুর থেকে আবারও আমদানি শুরু হয়েছে । বন্ধের এরপর থেকে জেলায় আলু ও পেঁয়াজের দাম বেড়ে গেছে।
গত ২৪ ঘণ্টায় কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫-২০ টাকা। আলুও ১০-১৫ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে তবে আমদানি শুরু হওয়ায় দাম কিছুটা কমবে বলে আশাবাদী ক্রেতারা।
আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, ‘ গত কাল সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলু ভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি। কারণ আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আজ থেকে আবারও আমদানি শুরু ।
সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বলেন, গত কাল সকাল থেকে পেঁয়াজ ও আলু ভর্তি ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেনি। আজ দুপুর থেকে আবারও আমদানি শুরু হয়েছে পানামাই গাড়ি প্রবেশ করেছে ।