কিব-তিন্নি অভিনীত সোহানুর রহমান সোহানের ‘সে আমার মন কেড়েছে’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত রোজার ঈদে। কিন্তু ডাবিং শেষ না হওয়ায় মুক্তির মিছিলে থেকেও পিছিয়ে যায় ছবিটি। সিদ্ধান্ত হলো কোরবানির ঈদে মুক্তি দেওয়ার। কিন্তু ডাবিংয়ের জন্য ছবির নায়িকা তিন্নিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নতুন খবর হলো, ডাবিংয়ের জন্য তিন্নিকে খুঁজে পাওয়া গেছে। তবে তাঁর পরিবর্তে ছবিতে কণ্ঠ দিচ্ছেন টিভি অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ।
এ প্রসঙ্গে পরিচালক সোহানুর রহমান সোহান বলেন, ‘আমরা তিন্নি কে খুঁজে পেয়েছি। ডাবিংয়ে অংশও নিয়েছিলেন তিনি। কিন্তু ডাবিংটা মনের মতো হচ্ছিল না। শেষে তিন্নিই মৌয়ের নাম প্রস্তাব করলেন, তাঁর হয়ে ডাবিং করে দেওয়ার জন্য। গত সপ্তাহেও আমরা মৌকে নিয়ে ডাবিং করেছি। কাজ প্রায় শেষের দিকে। খুব শিগগিরই আমরা ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করব।’