বিশ্বের সেরা প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন তালিকা থেকে দ্বিতীয় পর্বের ভোটের ভিত্তিতে অনেক আগেই বাদ পড়ে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার।
তবে সর্বশেষ ২৮টি চূড়ান্ত স্থানের তালিকায় ছিল বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। আর সুন্দরবনের পক্ষে ভোটের ধারা ‘সবুজ’ সংকেতের মাধ্যমেই শুক্রবার বিকেল ৫টা ১১ মিনিটে শেষ হয়েছে।
তবে ভোটগ্রহণের শেষ সময় পর্যন্ত ভোটের হার প্রকাশ না করায় সুন্দরবনের সঠিক অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছে না। চূড়ান্ত ২৮টি স্থানের মধ্য থেকে বাদ যাবে ২১টি স্থান। আর শুক্রবার রাত ১টা ৭মিনিটে সেরা সাতটি স্থানের নাম ঘোষণা করা হবে।
সুইজারল্যান্ডভিত্তিক আয়োজক সংস্থা নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের ওয়েবসাইট সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ৪০৪টি স্থান নির্বাচনের পর ইন্টারনেটভিত্তিক ভোটে বিশ্বের ২২২টি দেশের ২৬১টি প্রাকৃতিক স্থান দ্বিতীয় পর্বে উঠে আসে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এম এ মামুন