বিদ্যাকে পেছনে ফেলে সেরা যৌন আবেদনময়ী হলেন সেক্সসিম্বল অভিনেত্রী মল্লিকা সারাওয়াত। পিইটিএ প্রতি বছরই দর্শক জরিপের মাধ্যমে ‘সেক্সিয়েস্ট ভেজিটেরিয়ান নারী’ হিসেবে একজনকে নির্বাচন করে থাকে। আর এবার এ খেতাব পেলেন মল্লিকা। পিইটিএ’র এক মুখপাত্র জানান, ভোট নেয়ার সময় আমরা নিজেরাও বেশ অবাক হচ্ছিলাম।

কারণ, এবারের খেতাবটি বিদ্যার ঝুলিতেই যাবে বলেই অনুমান করছিলাম। কারণ, ‘দ্য ডার্টি পিকচার’ ছবির মাধ্যমে হট অভিনেত্রী হয়েছিলেন তিনি। কিন্তু দর্শক শেষ পর্যন্ত সেরা যৌন আবেদনময়ী নারী হিসেবে মল্লিকাকেই নির্বাচন করেছেন। দর্শকরা নিশ্চয়ই ভেবেচিন্তেই তাদের মতামত দিয়েছেন।

এদিকে বলিউডের হার্টথ্রব অভিনেতাদের পেছনে ফেলে সবাইকে তাক লাগিয়ে দিয়ে পিটিআইএ’র দর্শক জরিপে ‘সেক্সিয়েস্ট ভেজিটেরিয়ান পুরুষ’ নির্বাচিত হয়েছেন ‘কোলাভেরি ডি’ খ্যাত তামিল নায়ক ও গায়ক ধনুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here