সেরা করদাতার পুরষ্কার পেল ব্রিটিশ আমেরিকান টোব্যাকোঢাকা :: দেশের সেরা করদাতার পুরষ্কার পেল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। রাষ্ট্রের উন্নয়নে সরকারের অন্যতম অংশীদার হিসেবে ২০১৭ সালে রাষ্ট্রীয় কোষাগারে সর্বোচ্চ ১৬,৪২৭ কোটি টাকা রাজস্ব জমা দিয়েছে বিএটি বাংলাদেশ।

সম্প্রতি স্থানীয় এক হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত ট্যাক্স কার্ড প্রদান ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর কাছ থেকে সেরা করদাতার ট্যাক্স কার্ড ও সম্মাননা গ্রহন করেন বিএটি বাংলাদেশ এর বোর্ড এর ইনডিপেডেন্ট ডিরেক্টর কে এইচ মাসুদ সিদ্দিকি, নন-এক্সিকিউটিভ ডিরেক্টর তাহমিনা বেগম, হেড অফ লীগ্যাল এন্ড এক্সটার্নাল এ্যফেয়ার্স মুবিনা আসাফ, হেড অফ পাবলিক এ্যফেয়ার্স এন্ড কোম্পানী সেক্রেটারি মোঃ আজিজুর রহমান এফসিএস এবং সিনিয়র কর্পোরেট ফিন্যান্স ম্যানেজার দেবাশীষ বড়ুয়া।

জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাননীয় অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআই এর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন সহ অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।– প্রেস বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here