ডেস্ক রিপোর্ট::  ইন্ডাস্ট্রিতে পরিচালকের বিরুদ্ধে নায়ক-নায়িকার বা কাজ করার সময় বিভিন্ন বিষয়ে মতের অমিলের কারণে সহকর্মীদের মধ্যে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করার ঘটনা প্রায়ই ঘটে। তবে এবার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সেন্সর বোর্ডের বিরুদ্ধে। দক্ষিণী প্রযোজক অভিনেতা বিশাল সিবিএফসির (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন) মুম্বাই শাখার বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ভিডিও পোস্ট করে অভিনেতা দাবি করেন, তার অভিনীত তামিল ছবি ‘মার্ক অ্যান্টনি’র হিন্দি সংস্করণের ছাড়পত্র আদায় করতে তাকে সেন্সর বোর্ডকে ৬ লাখ ৫০ হাজার টাকা দিতে হয়েছে।

বিশাল জানান, তিনি শিগগিরই তার অভিযোগের প্রমাণ স্বরূপ একটি ভয়েস নোট প্রকাশ্যে আনবেন।

অভিনেতা জানান, তার ম্যানেজারকে সিবিএফসির পক্ষ থেকে জানানো হয় সেন্সরের ছাড়পত্র নিতে তারা দেরি করে ফেলেছেন। তাই ওই বিশাল পরিমাণ টাকা দিতে হবে।

সাধারণত ছাড়পত্র পাওয়ার খরচ ৪ লাখ টাকার কাছাকাছি। কিন্তু তারা দেরি করেছেন বলে সেন্সর বোর্ডের এক নারী তার থেকে বেশি টাকা দাবি করেন।

বিশালের দাবি, ছবি জমা দেওয়ার জন্য তার কাছে ৩ লাখ টাকা চাওয়া হয়। তার সদস্যের ছবি দেখা এবং ছাড়পত্র দেওয়া মিলিয়ে আরও ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে বলা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here