বাংলাদেশে সেনাবাহিনী অভ্যুত্থান চেষ্টার কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এমেলি জে হোম এ কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে এমন পদক্ষেপের ঘোর বিরোধী যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার উৎখাতে ব্যক্তিগত বা দলগতভাবে যে কোনো চেষ্টাকে আমরা কঠোরভাবে নিন্দা জানাই এবং বাংলাদেশের গণতন্ত্রের পথে যে কোনো বাধার ঘোর বিরোধিতা করি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বাংলাদেশে অভ্যুত্থান প্রচেষ্টার ওপর এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নিউজ ডেস্ক