জাতীয় সংসদে বিরোধী দলের নেতা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবার (৯-১-২০১২) চট্টগ্রামের পলোগ্রাউন্ডের জনসভায় তার বক্তৃতায় মিথ্যা অভিযোগ করে বলেছেন, সেনাবাহিনীকে ধ্বংসের জন্য সেনা কর্মকর্তাদের গুম করা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত তার এ বক্তব্য বিভ্রান্তিকর ও উস্কানিমূলক। এর দ্বারা সেনাবাহিনীর ন্যায় একটি জাতীয় শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি বিনষ্টের এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হয়েছে।

এ ধরনের অসত্য, উস্কানিমূলক ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য বিরোধী দলের নেতার দায়িত্বশীল পদে অধিষ্ঠিত কোন ব্যক্তিত্বের কাছ থেকে জাতি প্রত্যাশা করে না।

সেনাবাহিনী সুনির্দিষ্ট সেনা আইন দ্বারা পরিচালিত হয়। এর ব্যত্যয় ঘটলে সেনা আইন মোতাবেক ব্যবস্থা গৃহীত হয়ে থাকে, এটাই আইনের বিধান। এখানে বিভ্রান্তি ছড়ানোর কোন সুযোগ নেই। সেনা আইনে সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হলে সেনাবাহিনী ধ্বংস হয় না বরং আরও সুশৃঙ্খল ও শক্তিশালী পেশাদারী বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনী একটি জাতীয় প্রতিষ্ঠান। এর সুনাম ও ভাবমূর্তি রক্ষায় সকলের সহযোগিতা একান্ত কাম্য।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here