নতুন বছরকে স্বাগত জানাতে কেউ যখন বিদেশ ভ্রমণে ব্যস্ত, কেউবা ব্যস্ত নিউ ইয়ার পার্টিতে নেচে লাখ টাকা আয় করতে, সেদিক থেকে একদম আলাদা আনুশকা শর্মা। তিনি তার নতুন বছরের প্রথম দিনটি কাটান ভারতীয় সেনাদের সঙ্গে আসামের দিব্রুগড় সেনাঘাঁটিতে। সেনাদের সঙ্গে সারাদিন ছিলেন তিনি।

তাদের মতো করেই বিভিন্ন কাজ করেছেন। জওয়ানদের মতো খাবার খেয়েছেন, বন্দুক চালানো শিখেছেন, অর্জন করেছেন আরও অনেক দুঃসাহসিক অভিজ্ঞতা। দিব্রুগড় সেনা ক্যাম্পটি আসাম ও অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী লেখাপানি এলাকায় অবস্থিত। আনুশকা ওইদিন দড়িতে হাঁটা শেখেন, আরও শেখেন নিশানবাজি, দড়িতে ঝোলা, হামাগুঁড়ি দিয়ে কাঁটাতারের বেড়া পার হওয়া এবং  ভারসাম্য রক্ষা করা।

সবশেষে বিকালে তিনি সেনা-জওয়ানদের সঙ্গে ভলিবল খেলেন এবং মজার আড্ডাবাজি শেষে মুম্বইর দিকে রওনা হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here