ডেস্ক রিপোর্ট::  চলতি বিশ্বকাপে একটি বিষয় ওপেন সিক্রেট, তা হলো— টস জিতলে দক্ষিণ আফ্রিকাকে ভুলেও আগে ব্যাটিংয়ে পাঠানো চলবে না! সে কারণে প্রতিপক্ষ যে-ই থাকুক প্রোটিয়াদের বিপক্ষে আগে ব্যাটিং পাওয়ার আশায় থাকতে দেখা যায়। কিন্তু আগে ব্যাট না করার ভুলটাই কি করে বসলেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম! এরপর দক্ষিণ আফ্রিকার নেওয়া ৩৫৭ রান তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। ন্যূনতম লড়াইও দেখাতে না পারা কিউইদের ১৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা।

টস হেরে ব্যাট করতে নেমে রেকর্ডগড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন কুইন্টন ডি কক। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন রাসি ফন ডার ডুসেনও। এই দুই সেঞ্চুরিয়ানের ২০০ রানের জুটিতে শুরুটা দাপুটে হয় দক্ষিণ আফ্রিকার। শেষ দিকে ঝড় তোলেন ডেভিড মিলার। তাতে সাড়ে তিনশো ছাড়ায় প্রোটিয়াদের সংগ্রহ।

অবশ্য দুর্দান্ত ফর্মে থাকা প্রোটিয়া ব্যাটারদের আটকে রাখার কম চেষ্টা চালায়নি কিউই বোলাররা। দুই সেঞ্চুরির পরও ৪০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ২৩৮। শেষ ১০ ওভারে মিলার ঝড়ে ১১৯ রান যোগ করে তারা। এর মধ্যে খেলা চলাকালে পেসার ম্যাট হ্যানরির চোট অনেকটা পিছিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে।

দক্ষিণ আফ্রিকার এই বড় জয়ের ভিত গড়ে দিয়েছিলেন মূলত ব্যাটাররা। যেখানে বড় অবদান রাসি ফন ডার ডুসেনের। এই টপ অর্ডার ব্যাটার একাই করেছেন ১৩৩ রান। তিনি এই ইনিংস সাজিয়েছেন ৯ চার ও ৫ ছক্কায়। এমন দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ সেরার পুরস্কারও ওঠেছে তার হাতে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here