আজ(বুধবার)বিকেল চারটায় কাম ফর রোড চাইল্ড (সিআরসি)’র কেন্দ্রীয় কমিটির উদ্যোগে খুলনা জেলা প্রশাসন ও সিআরসি পরিচালিত রুপসা শাখা স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী মোঃ ইব্রাহীম,ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার অফিসার ইনচার্জ মুকাররাম বিল্লাহ,প্রশাসনিক কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরসি কেন্দ্রীয় কমিটির সভাপতি রাসেল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি বিকাশ দাস, সহ-সভাপতি সজল নুর,সাধারণ সম্পাদক হাসান আল সাহাব, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম।
এছাড়া সিআরসি’র খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজ রহমান শুভ, নিউমার্কেট শাখা সভাপতি মাসুদ বিল্লাহ, রুপসা শাখার প্রতিনিধি সুমি ও আবদুল লতিফ উপস্থিত ছিলেন।