SUBANষ্টাফ রিপোর্টার :: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবদুস সুবহানকে ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যর বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বেঞ্চের অপর দুই বিচারপতি হলেন- বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহিনুর ইসলাম।

মোট ৯টি অভিযোগের মধ্যে ১, ৪, ৬ নং অভিযোগে মৃত্যুদণ্ড, ২ ও ৭ নং অভিযোগে যাবজ্জীবন ও ৩ নং অভিযোগে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া, ৫, ৮ ও ৯ নং অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেসব অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে সুবহানের পক্ষে অ্যাডভোকেট তাজুল ইসলাম, শাহজাহান কবির, শিশির মনির, আসাদ উদ্দিন ও সুবহানের ছেলে নেছার আহমদ নান্নু, মুজাহিদুল ইসলাম, দুই নাতি খালেদ ও শোয়েব উপস্থিত ছিলেন।

অপরদিকে রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর হায়দার আলী, জেয়াদ আল মালুম, সুলতান মাহমুদ সীমন, ব্যারিস্টার তুরিন আফরোজ, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সাবিনা ইয়াসমিন মুন্নী উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here