মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি:: মরণব্যাধি করোনা ভাইরাস আতঙ্ককে কেন্দ্র করে এবং গণজমায়েত ঠেকাতে নোয়াখালী জেলা সুবর্ণচর উপজেলায় ওষুধ ও মুদি দোকান ছাড়া সকল ধরণের দোকানপাট প্রতিদিন রাত আটটা থেকে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার দুপুরে করোনা সম্পর্কিত জরুরি বৈঠক ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম ইবনুল হাসান ইভেন বলেন,করোনার সংক্রমণ ঠেকাতে সুবর্ণচরের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওষুধের দোকান, মুদির দোকান ,জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতিত অন্যান্য দোকানপাট, চায়ের স্টল রাত ৮টার পর বন্ধ থাকবে। তিনি আরো বলেন, প্রবাসফেরত সকলে বাধ্যতামূলকভাবে বাড়িতে অবস্থান করবেন।

উপজেলা চেয়ারম্যান এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, উপজেলার বিভিন্ন হাট বাজারের চায়ের দোকানে সন্ধ্যার পর গণজমায়েত হয়।এই গণজমায়েত বন্ধে হাট বাজারগুলো রাত আটটার পর বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here