লিটন চন্দ্র দাস, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি ::
সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ  শিক্ষকের  বিকল্প নেই, এই প্রতিপাদ্য সামনে রেখে, সুবর্ণচরে বিশ্ব শিক্ষক দিবস  উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। 
বৃহস্পতিবার (৫ অক্টোবর)  সকাল ১১ টায় সুবর্ণচর উপজেলার হাজী মোশাররফ হোসেন স্কুল এন্ড  কলেজে এই র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আল আমিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, হাজী মোশারেফ হোসেন স্কুল এন্ড কলেজের দাতাও প্রতিষ্ঠাতা মরহুম হাজী মোশাররফ হোসেন এর ছেলে ২ নং চর বাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  মোজাম্মেল হোসেন, অত্র প্রতিষ্ঠানের সভাপতি হাজী ফজলুল হক।
র‍্যালি ও সভায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিরঞ্জন চন্দ্র নাথ এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, ইএফটিতে বেতন এবং বদলি ব্যবস্থা না থাকা সহ শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দেব নাথ ছাত্রদের উদ্দেশ্য বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর, বিনয়ের সাথে সবসময় শিক্ষকদের  শ্রদ্ধা করা সকল ছাত্রের কর্তব্য।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here