সুবর্ণচরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসালিটন চন্দ্র দাস, সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি :: নোয়াখালী অন্ধকল্যান সমিতির ব্যবস্থাপনায় সুবর্ণচরে চৰুরোগীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা,ঔষধ ও লেন্সসহ ছানি অপরেশন চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার ১০ অক্টোবর সকাল ১১ টায় উপজেলার চরজুবিলী ইউনিয়ন পরিষদে এ চিকিৎসা সেবা দেওয়া হয।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা উপলৰ্যে চরজুবিলী ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে নোয়াখালী অন্ধকল্যান সমিতির সভাপতি মখছুদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা সমাজ সেবা অধিদপ্তর এর উপ পরিচালক মো: আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চরজুবিলী ইউ পি চেয়ারম্যন মোহাম্মদ হানিফ চৌধুরী।

চক্ষু চিকিৎসা প্রদান করেন নোয়াখালী অন্ধকল্যান সমিতি ও চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা: উত্তম মজুমদার, চাদপুর অন্ধকল্যান সমিতির চিকিৎসক ডা: মো: মনির হোসেন।

এসময় তারা প্রায় ৪ শত জন চক্ষু রোগীকে বিনামূলে ঔষধ ও ব্যবস্থাপত্র দেন ।

এদের মধ্যে ৭০ জন চক্ষু রোগীকে বাচাই করে সম্পূর্ন বিনামূল্যে লেন্সসহ ছানি অপারেশন ও চশমা প্রদান করবে চাঁদপুর মাজহারুর হক বি এন এস বি চক্ষু হাসপাতাল।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here