কামরুল হাসান, কলারোয়া প্রতিনিধি ::
কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, সবখানে সম্প্রীতির বন্ধন, সুন্দর ব্যবহার ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করুন। বিএনপি গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী বলেই সম্প্রীতির আলো ছড়িয়ে মানুষের পাশে থাকতে চায়। কোনো পেশীশক্তি নয়, উদারতার মধ্য দিয়ে মানুষের আস্থা ও ভরসার প্রতীক হয়ে উঠুন।
রোববার (২৭ অক্টোবর) বিকেলে কলারোয়ায় নিজ বাসভবন চত্বরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, অসাম্প্রদায়িক চেতনা ও সমৃদ্ধিশীল দেশ গড়তে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদল আয়োজিত আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজের সভাপতিত্ব ও সদস্য সচিব কলারোয়া প্রেস ক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হেসেন, জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, যুগ্ম আহবায়ক সাংবাদিক বিএম আফজাল হোসেন পলাশ, যুগ্ম আহবায়ক আবু জাফর, যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, যুবদল নেতা রুহুল আমিন খোকন, শহিদুল ইসলাম, আলতাফ হোসেন, মোজাফফর হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা প্রভাষক আব্দুস সালাম দিলু, মুছা কালিমুল্লাহ, যুবদল নেতা তাহেরুল ইসলাম, শফিউল আলম শফি, আছাদুজ্জামান আছাদ, রুহুল কুদ্দুস, সোহেল হোসেন, সোহেল রানা, মঞ্জুরুল ইসলাম, আবু রায়হান, আক্তারুজ্জামান আক্তার প্রমুখ। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানা মসজিদের ইমাম আরবি প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।