সাতক্ষীরা: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাটেশ্বর ও সাপখালী খাল এলাকা থেকে ৪৭ জেলেকে অপহরণ করেছে দস্যুরা। মঙ্গলবার রাতে ১৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ২৪টি জেলে নৌকাসহ তাদের অপহরণ করা হয়েছে বলে ফিরে আসা জেলেরা জানিয়েছেন।
তারা জানান, দস্যু নোয়া ভাই বাহিনীর সদস্যরা ২৪টি জেলে নৌকাসহ ৪৭ জেলেকে তাদের তুলে নিয়ে গেছে।
অপহৃত জেলেদের মধ্যে শামসুর রহমান, আবুল কাসেম ও শাহাদাতের নাম জানা গেছে। তারাসহ অন্যান্য জেলেদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা, ৯ নম্বর সোরা ও নাপিতখালী গ্রামে।